প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১৫ মার্চ থেকে। বুধবার (৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার কারণে দুইবছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন ক্লাস হবে জানিয়েছে তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন (রোববার ও মঙ্গলবার) সশরীরে ক্লাস শুরু হবে।

জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, অতিরিক্ত সচিব রুহুল আমিন ও মোশাররফ হোসেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ষষ্ঠ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ক্লাস ও পরীক্ষা শুরু হয়। আর ২ মার্চ থেকে শুরু হয় প্রাথমিক শিক্ষার্থীদের সশরীরে ক্লাস।