ইউক্রেনে রাশিয়ার হামলা গড়িয়েছে ১৪তম দিনে। এখন পর্যন্ত দেশটিতে ৪৭৪ জন বেসামরিক লোক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।
হামলায় আহত হয়েছেন আরও ৮৬১ জন। দেশটির মারিউপোল, ভলনোভাখা এবং ইজিউমে এখনও উত্তেজনা বিরাজ করছে। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে, একদিনে ইউক্রেনের খারকিভে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইউক্রেনের এক পুলিশ কর্মকর্তা দাবি করেছেন, স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর খারকিভে ২৭ জন নিহত হয়েছেন।
এক ফেসবুক পোস্টে সের্গেই বলভিনভ জানিয়েছেন, শহরটি রুশ সেনাদের দখলে যাওয়ার পর এখন পর্যন্ত পাঁচ শিশুসহ ১৭০ জন নিহত হয়েছেন।