একুশে ফেব্রুয়ারি মহান শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন , জার্মান মুক্তিযোদ্ধা সংসদের প্রচার সম্পাদকধানমন্ডি “স্বজন” এর সভাপতিলেটস গোঅন ফাউন্ডেশন “এলজিএফ” এর সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডিয়াম সদস্যবাংলাদেশ ইয়ুথ ক্লাব “বিওআইসি” এর সহপ্রতিষ্ঠাতা সেন্ট্রাল কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুবিধাবঞ্চিত শিশুদের “স্বপ্ন স্কুল” এর প্রতিষ্ঠাতা এবং কার্যনির্বাহী সদস্য ও “বন্ধন”(স্বেচ্ছায় রক্তদানএর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুর রহমান রতন।

বিশেষ দিবস উপলক্ষ্যে তিনি এক বিবৃতিতে জানানএকুশে ফেব্রুয়ারি মহান শহীদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি

এই পৃথিবীতে অনেক কিছুই পাল্টে যেতে পারে। কিন্তু যে ভাষা আমরা অন্তরে বহন করি তা কখনও পালটাবে না।  একাধিক ভাষায় কথা বলার অর্থ একাধিক জীবনের অধিকারী হওয়া। আর শুধুমাত্র একটি ভাষা জানলে একবারই বেঁচে থাকার সুযোগ পাবে । কামনা করি, একটি জন্মে আপনি শতজীবনের অধিকারী হন। নিজের ভাষাকে ভালোবাসুন। আমরা বাঙালি, বাংলা আমার জাতি, বাংলা আমার ভাষা।

একটি ভাষা হারিয়ে যাওয়ার অর্থ একটি শহরের উপর বোমা নিক্ষেপ করে সেই শহরটিকে মানচিত্র থেকে মুছে ফেলা। আসুন আমরা আন্তর্জাতির মাতৃভাষা দিবসে নিজের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য হাত মেলাই। সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।