লক্ষ্মীপুরের রায়পুরের চরবংশীতে জমি নিয়ে বিরোধের জেরে আলী আকবর হত্যা মামলার ৫ আসামির মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৩ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।