নাটোরের লালপুর উপজেলায় রেললাইনে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।  এ সময় আরেক যুবকের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিষপুর গ্রামের আবদুলপুর-আজিমনগর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাকিবুল ইসলাম রকি (২০)। তিনি উপজেলার চংধুপইল ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা।

আহত সাকিব হোসেনকে (২১) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, দুই বন্ধু রাত ৮টার দিকে রেললাইন দিয়ে হেঁটে ফিরছিলেন। এ সময় দুজনই মোবাইল ফোনে ফেসবুক নিয়ে ব্যস্ত ছিলেন।  এ সময় রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাকিবুলের মৃত্যু হয়। সাকিবের ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়।

আবদুলপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার ইমদাদুল আলম বলেন, আহত সাকিবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে।