ক্যারাভানে করে রাজধানীর বিভিন্ন স্থানে পোশাক বিক্রি করার এক ব্যাতিক্রমী দৃশ্য সম্প্রতি অনেকেরই দুষ্টি কেড়েছে!
দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘আউটওয়্যার এশিয়া ডট কমের’ সাম্প্রতিক এই ক্যারাভান ক্যাম্পেইন করে সাড়া ফেলেছে।
এই ফ্যাশন ব্র্যান্ড আব্রুয়ান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশসহ ব্যাবসার পাশাপাশি আউটওয়্যারের শাখা আছে ভারত ও মালায়শিয়ায়।
গত বছরের ২৫শে থেকে চলতি বছরের ফেব্রুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলে এই ক্যারাভান ক্যাম্পেইন।
১০০ ভাগ এক্সপোর্ট কোয়ালিটির পোশাক পাওয়া যাচ্ছে আউটওয়্যার এশিয়া ডট কম। যা এরই মধ্যে তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আকর্ষণীয় ৬০টিরও বেশি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট জ্যাকেট এর পাশাপাশি ছিল টি-শার্ট, কমফোর্টার, টেন্ট, পোর্টেবল প্রেয়ারম্যাট।
এ ছাড়াও নারীদের টপস ইত্যাদি ফ্যাশনেবল পোশাক নিয়েই আউটওয়্যার এশিয়ার ক্যারাভান ঘুরেছে রাজধানীর পথে পথে।
ঢাকা শহরের প্রায় প্রতিটি স্থানেই বিচরণ করেছে আউটওয়্যার এশিয়ার ক্যারাভেন। ধানমন্ডি, গুলশান, বনানী, বেইলি রোড, খিলগাঁও থেকে শুরু করে বনশ্রী, মালিবাগ, মতিঝিলেও গিয়েছে ক্যারাভান।
এ ছাড়াও যাত্রাবাড়ী, মোহাম্মাদপুর, শ্যামলী, আগারগাঁও, মিরপুর, উত্তারাসহ আরও কিছু এলাকায় ছিল এই আউটওয়্যারের ক্যারাভান। আউটওয়্যার এশিয়ার এই ব্যাতিক্রমী ক্যাম্পেইন ক্রেতাদের মাঝে বেশ ভালো সাড়া ফেলেছে।