সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, এবারের বইমেলা শুরু হবে দুপুর ২টা থেকে। তবে শুক্র ও শনিবার মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। ১৫ ফেব্রুয়ারি দুপুর ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

আজ বুধবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, বইমেলা ২৮ ফেব্রুয়ারিই শেষ হচ্ছে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ২৮ তারিখের পর জানা যাবে।