ভালোবাসা সপ্তাহের আজ তৃতীয় দিন। প্রিয়জনকে চকলেট উপহার দেওয়ার মাধ্যমে পালিত হয় এই দিন। ৯ ফ্রেব্রুয়ারিতে ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে হয় চকলেট। এর মাধ্যমেই বিনিময় হয় ভালোবাসার বার্তা।

রোজ ডে দিয়ে শুরু হয় ভ্যালেন্টাইন উইক। এর পরে প্রোপোজ ডে পেরিয়ে আসে চকলেট ডে। কথায় বলে, কোনো শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করতে হয়।

ঠিক তেমনই নতুন সম্পর্কে জড়ানোর আগে মিষ্টিমুখ করতেই একে অন্যকে চকলেট দেওয়া হয় এই দিনে।

শুধু নতুন সম্পর্ক কেন, পুরোনো সম্পর্ককেও তাজা করে দিনটি। চকলেটের মিষ্টত্ব যাতে আপনার ও সঙ্গীর জীবনেও প্রভাব ফেলতে পারে, সে কারণেই দিনটি পালিত হয়।

বিশেষজ্ঞদের মতে, চকলেটের স্বাদ মনের কষ্ট ভোলাতে পারে। এনে দিতে পারে আনন্দের অনুভূতি। তাই প্রিয় মানুষটিকে ভালোবাসার বার্তা দিতে চাইলে অবশ্যই সঙ্গীকে আজ উপহার দিন চকলেট।

যদিও প্রিয় মানুষটিকে চকলেট দেওয়ার প্রচলন আছে বহু আগে থেকেই। এমনকি বিভিন্ন চলচ্চিত্র, নাটক, সাহিত্য সবখানেই চকলেট দিয়ে প্রেম নিবেদনের উল্লেখ পাওয়া যায়।

চাইলে আজ আপনি ভালো মানের চকলেট উপহার দিতে পারেন প্রিয়জনকে। এমনকি পারলে ঘরেই তৈরি করুন স্পেশাল চকলেট।

নিজের হাতে তৈরি চকলেট প্রিয়জনকে খাওয়ালে তিনি মুগ্ধ হয়ে যাবেন। এদিন প্রিয়জনকে উইশ করতে চকলেটের উপর লিখে দিন কিছু প্রেমের বার্তা।