চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নলুয়া ইউনিয়নে নির্বাচনি সহিংসতায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম তাসিফ (১২)।
সোমবার দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোটকেন্দ্র দখল কেন্দ্র করে দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ডকেন্দ্রে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক কিশোর নিহত হয়।
এদিকে সকালে সোনাকানিয়া ১৭নং ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সোমবার সকাল ১০টার দিকে খাগরিয়া ইউনিয়নের গণিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। একপর্যায়ে কেন্দ্র দখলে নিতে উভয়পক্ষে গোলাগুলি হয়। এ সময় কেন্দ্রের বাইকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।
সাতকানিয়া থানার ওসি মুহাম্মদ আবদুল জলিল জানান, ভোটকেন্দ্রে দুপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।