চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের ছিন্নমূল বস্তি এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় অস্ত্র ও গোলাবারুদসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটকরা ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মশিউর বাহিনীর সদস্য বলে জানায় র‍্যাব।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।

বিষয়টি  নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার। তিনি বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানের বিষয়ে রোববার সকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত বছরের ৬ ডিসেম্বর ওই এলাকায় অভিযান চালিয়ে ‘ছিন্নমূল বস্তিবাসী’ নেতা কাজী মশিউর রহমানকে (৬০) গ্রেফতার করে র‍্যাব। ওই সময় তার কাছ থেকে দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ মোট ২৭টি মামলা আছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।