পশ্চিম আফ্রিকার দেশ গিনি বিসাউয়ের রাজধানী বিসাউয়ের প্রেসিডেন্ট প্যালেসের কাছে ব্যাপক গুলি বর্ষণের শব্দ পাওয়া গেছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এই ঘটনাকে গণতন্ত্রের বিরুদ্ধে ব্যর্থ হামলা বলে উল্লেখ করেছেন। খবর আল জাজিরার।
স্থানীয় সময় মঙ্গলবার সরকারি প্যালেসের চারদিক ঘিরে ফেলে সশস্ত্র লোকজন। ধারণা করা হচ্ছে, সে সময় প্রেসিডেন্ট এমবালো এবং প্রধানমন্ত্রী নুনো গোমস নাবিয়াম মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গোলাগুলিতে সরকারি প্যালেসের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এটি বিমানবন্দরের খুব কাছেই অবস্থিত। অনেক সরকারি কর্মকর্তাকে জিম্মি করে রাখা হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এদিকে এমবালো মঙ্গলবার শেষের দিকে জানিয়েছেন যে, গণতন্ত্রের বিরুদ্ধে একটি ব্যর্থ হামলায় নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, এই ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে কতজনকে এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে তা নিশ্চিত করেননি তিনি।
বার্তা সংস্থা এএফপিকে এমবালো বলেন, সবকিছু ঠিক আছে। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।