রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে অন্য পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। এতে মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে।
ট্রাফিক সার্জেন্ট ফাহিম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকায় ঢুকছিল। আর মাইক্রোবাসটি এয়ারপোর্টের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চালক এনা পরিবহনের বাসটি আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।
খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) সাবরিনা রহমান বলেন, এনা পরিবহনের বাসটি মহাখালী থেকে ছেড়ে আসে। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। ডিভাইডার ভেঙে উপরে উঠে যাওয়ায় বিপরীত পাশ থেকে আসা একটি মাইক্রোবাসে ধাক্কা লাগে। বাসের সামনের একটি চাকাসহ কিছু অংশ মাইক্রোবাসের উপর পড়েছে। তবে এতে কোনো প্রাণ হানির ঘটেনি। এসআই সাবরিনা জানান, পুলিশ এসে এনা পরিবহনের চালককে পায়নি। বাসের যাত্রীরাও ছিল না।