রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল রোডের একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম  এসব কথা জানান।

তিনি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল রোডে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুনে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার সব ফার্নিচার ভস্মীভূত হয়েছে। তিন তলা ওই ভবনের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানিয়েছে।