বাঙালি নারীর সঙ্গে শাড়ির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আটপৌড়ে কিংবা কুচি দেওয়া শাড়ি যে কোনোভাবেই মানিয়ে যায় বাঙালি নারীর সঙ্গে। কবি সাহিত্যিকদের কাব্যেও স্থান করে নিয়েছে নারীর শাড়ি পরা রূপ। জানেন কি, শাড়ির সৌন্দর্য এবং কমনীয়তা উদযাপন করার জন্য একটি বিশেষ দিনও রয়েছে?

প্রতি বছর ২১শে ডিসেম্বর পালিত হয় বিশ্ব শাড়ি দিবস। শাড়ির ইতিহাস অনেক পুরোনো। তবে যুগে যুগে বদলেছে এটি পরার ধরণ। তবে আধুনিক শাড়ি পরার যে ধরণ তার সঙ্গে জড়িয়ে আছে ঠাকুর পরিবারের নাম।

টিওআই বুকসকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ও লেখক জাসবিন্দর কৌর ভারতীয় পোশাক সম্পর্কে কিছু আকর্ষণীয় বিবরণ এবং ইতিহাস শেয়ার করেছেন। কীভাবে এই পোশাক বছরের পর বছর ধরে, বিশেষ করে ব্রিটিশ রাজের সময় বিকশিত হয়েছে।

জাসবিন্দর কৌর বলেন, শাড়ি পরার আধুনিক উপায় আসলে ব্রিটিশদের দ্বারা অনুপ্রাণিত। শাড়ি পরার আধুনিক পদ্ধতিও ব্রিটিশদের দ্বারা অনুপ্রাণিত। প্রাথমিকভাবে শাড়ি ছিল একটি একক পোশাক যা শুরুতে পেটিকোট এবং ব্লাউজের সঙ্গে পরা হত না। এমনকি এটি নারীদের পোশাক হিসেবেও বিবেচিত ছিল না।

রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের একজন সদস্যের দ্বারা আধুনিক শাড়ি পরার শৈলীটি জনপ্রিয় হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নিপতি জ্ঞানদানন্দিনী দেবীর দ্বারা পেটিকোট ও ব্লাউজ দিয়ে শাড়ি পরা জনপ্রিয় হয়ে ওঠে। রবী ঠাকুরের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুরই প্রথম ভারতীয় যিনি ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করেছিলেন। এর ফলে বিদেশিদের সঙ্গে তার যোগাযোগ ছিল।

সেই সময়ে (১৯ শতকের তৃতীয় চতুর্থাংশ), শাড়ি ছিল একটি একক পোশাক। যা নারীরা পেটিকোট এবং ব্লাউজ ছাড়াই পরতেন। এজন্য নারীদের বাড়ির বাইরে যাওয়া এবং সামাজিকভাবে যোগাযোগ করাও সহজ ছিলো না। সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী ব্রিটিশ নারীদের পেটিকোট এবং ব্লাউজের সঙ্গে শাড়ি পরতে দেখেছিলেন।

এরপর তিনি কলকাতায় ফিরে এসে সেভাবেই শাড়ি পরতে শুরু করেন। সেখান থেকেই মূলত বাংলার নারীরা পেটিকোট এবং ব্লাউজের সঙ্গে পরিচিত হন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী জার্নালেও এটি উল্লেখ করেছিলেন। একবার জ্ঞানদানন্দিনীর স্বামী সত্যেন্দ্রনাথ অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ১৮৬৭ বা ১৮৬৮ সালে কলকাতায় ভাইসরয়ের সংবর্ধনায় যেতে হয়েছিল।

যদিও সেখানে পোশাকের কথা উল্লেখ ছিলো না। তারপরও জ্ঞানদানন্দিনী শাড়ি পরে গিয়েছিলেন। তাও সেই নতুন পদ্ধতিতে। সেখানে আমন্ত্রিত নারীরা সবাই তার শাড়ি পরার ধরণ দেখে আকৃষ্ট হন। তারাও সেভাবে পরতে শুরু করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া