মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিল বের করেছেন।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নয়াপল্টন থেকে শুরু হয় বিজয় মিছিলটি। জাতীয় পতাকা হাতে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল ও জমায়েতের কারণে পল্টন, শান্তিনগর, মালিবাগ, মৌচাক, মগবাজার ও এর আশপাশ এলাকা ছাড়াও রাজধানীর বেশকিছু এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মিছিলটি বের হওয়ার পর মালিবাগ-মৌচাক, পল্টন-বিজয়নগর, কাকরাইল-নাইটেঙ্গল মোড়, মালিবাগ-রাজারবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
মিছিলটির সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলের কেন্দ্রীয় নেতারা। এরপরই রয়েছেন মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে শনিবার (১৮ ডিসেম্বর) বিজয় মিছিল বের করে আওয়ামী লীগ। সেদিনও তীব্র যানজটের মধ্যে পড়েন নগরবাসী।