নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ কোভিড পজিটিভ হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের বহরের নয়জনের কোয়ারেন্টাইনের সময় আরও বেড়েছে।
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের প্রত্যেকের প্রথম দুই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে। কিন্তু তৃতীয় পরীক্ষায় একমাত্র হেরাথই পজিটিভ হন। তাকে এরই মধ্যে আইসোলেশনে নেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে গিয়েছে সেই ফ্লাইটের একজন যাত্রীর কোভিড পজিটিভ হয়েছে। তার আশেপাশে থাকায় দলের নয়জনের কোয়ারেন্টাইনের সময় বাড়ানো হয়েছে