স্বাধীনতার ৫০ বছর ও এলিগেন্সের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২১, ৩২/১০/খ, সুলতানগঞ্জ, রায়েরবাজার বেড়ীবাঁধে (সাদেক খান পেট্রোল পাম্পের পাশে) এলিগেন্সের উদ্যোগে ক্ষুদ্র, মাঝারী ও নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে।
মেলা সফলভাবে পরিচালনা করার লক্ষ্যে ১৪ ডিসেম্বর ২০২১ বিকাল ৩ টায় ৩২/১০/খ, সুলতানগঞ্জ, রায়েরবাজার বেড়ীবাঁধে (সাদেক খান পেট্রোল পাম্পের পাশে) এলিগেন্স ও মেলায় অংশগ্রহণকারী ৪০টি স্টলের ক্ষুদ্র, মাঝারী ও নারী উদ্যোক্তাদের এক সভা অনুষ্ঠিত হয়।
এলিগেন্সের চেয়ারম্যান জনাব নুরুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় এলিগেন্স এর ম্যানেজিং ডিরেক্টর জনাব আয়েশা তাবাছছুম, ডিরেক্টর জনাব মাইনুদ্দিন সুমন এবং ক্যানভাস সপের তারেক হাসান, ইয়েস ষ্টাইল সপের শেখ রাসেল, রিলেক্স হলিডে সপের ওমর ফারুক রনি, হ্যাভেন কফি সপের আবদুস সালাম, ডিসেন্ট চয়েজ সপের শাওন, ই-মার্ট সপের হাসান, দি কসমেটিকস্ ওয়ার্ল্ড বিডি সপের মোঃ হাফিজ, ই-মার্ট স্কিন কেয়ার, নুসিবা ক্রাফ্ট সপের নুসিবা, স্টাইল লাইম সপের সুরভি, দি মার্ট সপের ছোটন, ফাইন বিডি সপের আরোহি রহমান, কদম্বকলি সপের কুসুম, সুখতারা সপের মৌ, নবিনির ছায়া সপের শায়লা, নিউলিফ সপের আফরোজাসহ ৪০ টি দোকানের ক্ষুদ্র, মাঝারী ও নারী উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।