রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ গণমাধ্যমকে জানিয়েছেন।
খবর পেয়ে বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।