দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রির বেশি কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। শৈত্যপ্রবাহ নিয়ে আসছে শীত ঋতুর প্রথম মাস পৌষ। আগামী দুদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (১২ ডিসেম্বর) হেমন্তের শেষ মাস আগ্রহায়ণের ২৭ তারিখ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশিমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামবলেন, ‘রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রিতে নেমেছে তেঁতুলিয়ায়। শৈত্যপ্রবাহের জন্য তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামা একটা শর্ত। কিন্তু এখনই শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এটা বলা যাবে না। কারণ শৈত্যপ্রবাহ হলে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে দুই-তিন দিন থাকতে হয়। এছাড়া পাশাপাশি কয়েকটি স্টেশনেও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে হয়। তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেও অন্যান্য শর্ত পূরণ না হওয়ায় আমরা এখনই শৈত্যপ্রবাহ বলছি না।’
তিনি বলেন, ‘তবে আগামী দু-তিনদিনে তাপমাত্রা আরেকটু কমতে পারে। তাই আগামী দুদিনের মধ্যে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। উত্তরাঞ্চলে ১০ ডিগ্রির খুব বেশি নিতে নামবে না, আপাতত ৮-এর নিচে নামা কঠিন হয়ে যাবে। তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা বেশি কমবে।’
‘আপাতত উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ যেটা শুরু হতে পারে, সেটা হবে মৃদু। আপাতত মাঝারি কিংবা তীব্র আকার ধারণ করার সম্ভাবনা নেই। দেশের অন্যান্য স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।’
রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি জানিয়ে শাহীনুল ইসলাম বলেন, ‘আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে।’
রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।