যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কেনটাকি অঙ্গরাজ্যে স্থানীয় সময় শুক্রবার রাতে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর সিএনএন, বিবিসি।

ওই অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার সিএনএনকে বলেন, আমরা জানি যে হয়তো ৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়ে থাকতে পারেন।

ঘূর্ণিঝড়ের কারণে মেফিল্ড শহরসহ গ্রেভস কাউন্টিতেই বেশি ধ্বংসযজ্ঞ দেখা গেছে। গভর্নর অ্যান্ডি বেশেয়ার সতর্ক করে বলেছেন, ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা একশতে পৌঁছাতে পারে। তিনি এই ঘূর্ণিঝড়কে ওই অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা ৭০ থেকে ১০০তে পৌঁছাতে পারে। এই ঘূর্ণিঝড়কে তিনি বিধ্বংসী বলে উল্লেখ করেছেন।

ক্রেইড়হেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে বলেন, আরকানসাস নার্সিং হোমের কিছু অংশ ধসে পড়ায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছেন আরও ২০ জন। সেখানে উদ্ধার অভিযান চলছে।

কেনটাকি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হপকিন্স কাউন্টিতে তীব্র ঝড়ের কারণে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে বলে জানিয়েছেন ওই কাউন্টির শেরিফ ম্যাট স্যান্ডার্স।