পাঁচ নারী পেয়েছেন বেগম রোকেয়া পদক। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে অসামান্য ভূমিকা রাখায় তাদের রাষ্ট্রীয় এ সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক বিতরণ করেন।

ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যুক্ত হন ভিডিও কনফারেন্সের মাধ্যমে।  তার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা পদক তুলে দেন।