গাজীপুরে শিশুসহ এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ নভেম্বর) মধ্যরাতে নগরীর দেশীপাড়া এলাকার বিমান বাহিনীর টেক থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ওই নারীর বসয় ২৮ ও শিশুর বয়স ৩ বছরের বলে ধারণা করছে পুলিশ।

জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, রাতে বিমান বাহিনীর নির্জন টেকে শিশুসহ এক নারীর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মধ্যরাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দুপাশ দিয়ে কাটা রয়েছে। তাদের অন্য কোথাও গলা কেটে হত্যার পর মরদেহ সেখানে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে খুনের কারণ জানা যায়নি। নিহত নারীর পরনে মেরুন রঙেয়ের বোরকা ও শিশুটির গায়ে কালো রংয়ের জামা রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।