এ বছরের শেষ নাগাদ যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে নিহতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজারে পৌঁছাতে পারে। দেশটিতে ২০৩০ সাল নাগাদ সংঘাত, ক্ষুধা ও দারিদ্রে প্রায় ১৩ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার এমন আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ।
এদের মধ্যে ৭০ ভাগই ৫ বছরের কম বয়সী শিশু। ইউএনডিপির এক প্রতিবেদনে বলা হয়, ক্ষুধা ও নানা রোগব্যাধীসহ পরোক্ষ কারণে মৃত্যু ঘটতে পারে ৬০ শতাংশ মানুষের।
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চলমান সংঘাত ও মানবিক সংকট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ভয়াবহ পুষ্টিহীনতার কবলে পড়বে ৯২ লাখ মানুষ। ইউএনডিপির এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শেষে ইয়েমেনে মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ৩ লাখ ৭৭ হাজারে। এর মধ্যে ৭০ শতাংশই হতে পারে পাঁচ বছরের কম বয়সী শিশু। ইউএনডিপি বলেছে, ৬০ ভাগ মৃত্যু ঘটতে পারে পরোক্ষ কারণে।
জাতিসংঘের হিসেবে দেশটিতে চরম দারিদ্র সীমায় অবস্থান করছে প্রায় ১ কোটি ৫৬ লাখ মানুষ। চরম পুষ্টিহীনতায় ভুগছে ৩০ লাখ শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিদিন গড়ে ৩শ শিশু প্রাণ হারাচ্ছে।
ইয়েমেনে ২০১৫ সালের মার্চে শুরু হওয়া যুদ্ধে ১২ হাজার ৬শ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। ২০২২ সালের জানুয়ারিতে যুদ্ধ বন্ধ হলেও ক্ষতি পুষিয়ে উঠতে ২০৫০ সাল পর্যন্ত সময় লেগে যাবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।