ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ পরীক্ষায় পাসের হার ৯ দশমিক ৮৭ শতাংশ।
বুধবার ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার এ ফল ঘোষণা করেন।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৩ অক্টোবর। ‘ঘ’ ইউনিটে আসন সংখ্যা ১৫৭০ (বিজ্ঞান: ১ হাজার ১১৭, ব্যবসায় শিক্ষা: ৪০০, মানবিক: ৫৩)। আবেদন করেছিলেন ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন। এর মধ্যে ৮১ হাজার ৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৯৯৪ জন। এর মধ্যে বিজ্ঞানে ৬ হাজার ৭১, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৪৮৯ এবং মানবিক বিভাগে ৪৩৪ জন উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আর ফেল করেছেন ৯০ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী।