গণপরিবহণে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে সায়েন্সল্যাব মোড় ও ফুটওভার ব্রিজের নিচের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নেন। একপর্যায়ে তারা সড়কে বসে হাফ পাসের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।
এই অবরোধে ঢাকা কলেজ, সিটি কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
শিক্ষার্থীরা বলছেন, গণপরিবহণে বাস ভাড়া বৃদ্ধির বিষয়টি অযৌক্তিক। সব পরিবহণে শিক্ষার্থীদের জন্য হাফ পাস ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।