সারা দেশের বস্তিতে শুরু হয়েছে করোনার টিকা কার্যক্রম। মঙ্গলবার সকাল ৯ টা থেকে চলছে এই কর্মসূচি। আজ রাজধানীর কড়াইল বস্তিতে ৩ লাখ মানুষকে টিকা দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যাদের নিবন্ধন করা নেই, তারা অন-স্পট নিবন্ধনে নিতে পারবেন। পরে অন্যান্য বস্তিতেও দেয়া হবে টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, দেশে এ পর্যন্ত ১১ কোটির বেশি টিকা এসেছে।
দেয়া হয়েছে সাড়ে ৮ কোটির বেশি ডোজ। সরকারের হাতে মজুদ আছে ২ কোটি ৭৫ লাখ টিকা। অগ্রাধিকার জনগোষ্ঠীকে টিকার পর এখন সর্বস্তরের মানুষকে টিকা দিচ্ছে সরকার। এ মাসে কমিউনিটি ক্লিনিকে টিকা পেয়েছেন ৬৩ লাখ মানুষ।
এদিকে, ঢাকার বাইরে ২৩ জেলায় শুরু হয়েছে স্কুল শিক্ষার্থীদের টিকা। ফাইজারের টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা। কয়েক দিনের মধ্যে যুক্ত হবে আরও ২৪ জেলা।
অগ্রাধিকার জনগোষ্ঠীকে টিকার পর এখন সর্বস্তরের মানুষকে টিকা দিচ্ছে সরকার। এ মাসে কমিউনিটি ক্লিনিকে টিকা পেয়েছেন ৬৩ লাখ মানুষ। সবার জন্য টিকা নিশ্চিতে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেয়া হয়েছে টিকা কর্মসূচি। এবার সারা দেশের বস্তিতে টিকা দেয়ার কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।