রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইলে অভিযান চালিয়ে ৫৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৪টি মোবাইল ফোন ও নগদ- ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হেনরি বিশ্বাস (৪৩) ও মো. মাহবুব (৩৮)।
সোমবার (১৫ নভেম্বর) দুপুরে র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার মাতুয়াইলে রোববার (১৪ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করে ৫৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১০ এর একটি আভিযানিক দল।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।