সাভারের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) রাতে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গভীর রাতে আশুলিয়া থেকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে চন্দ্রার দিকে যাচ্ছিলেন এক মোটরসাইকেল আরোহী। এসময় ওই মোটরসাইকেল আরোহী আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে আইল্যান্ডের ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়।
স্থানীয়রা এসময় আশঙ্কাজনক অবস্থায় ওই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছে। এদিকে ঢাকার ধামরাইয়ে একটি অঞ্চলিক সড়কে গাড়িচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছেন।