৭২ ঘণ্টা পার হলে ধর্ষণ মামলা না নেয়ার বিতর্কিত পর্যবেক্ষণ দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা শেষে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছাম্মত কামরুন্নাহারকে আদালতে না বসার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
ফৌজদারী বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করে তাকে বর্তমান কর্মস্থল না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে।
৭২ ঘণ্টা পর ধর্ষণের মামলা না নেয়ার পর্যবেক্ষণ যে বিচারক দিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করছেন আইনমন্ত্রী। শনিবার সুপ্রিম কোর্টে এক সভায় তিনি বলেছিলেন, এ বিষয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেয়া হবে। যাতে ঐ বিচারকের বিচারিক ক্ষমতা স্থগিতের বিষয়টি উল্লেখ থাকবে।