নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশে বিএনপি ২০ দিন ধরে নানা কর্মসূচি পালন করছে। এবার কেরোসিন, ডিজেল, এলপি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপি জনসম্পৃক্ত ইস্যু নিয়ে মাঠে নামছে। দেড় মাসব্যাপী কর্মসূচি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন পৃথকভাবে পালন করবে। এজন্য আগামী কাল থেকে শুরু করে ২৮ ডিসেম্বর পর্যন্ত দেশের সব ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত লিফলেট বিতরণ করা হবে। প্রাথমিক পর্যায়ে ছয় কোটি লিফলেট বিতরণ করা হবে। পর্যায়ক্রমে তা আরও বাড়ানোর টার্গেট রয়েছে। বিএনপির এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগে জনসম্পৃক্ত এ কর্মসূচিকে ‘প্রাথমিক ধাপ’ হিসাবে দেখছেন বিএনপির নীতিনির্ধারকরা। যা সফলভাবে পালন করতে জেলা নেতাদের কাঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তারা জানান, লিফলেট বিতরণ কর্মসূচি পালনে এবার জেলা কমিটির সক্রিয় ভূমিকা দেখতে চায় হাইকমান্ড। এজন্য তাদের ঢাকায় না থেকে নিজ জেলার মূল দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করে জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছানোর বিষয়ে কেন্দ্র থেকে বলা হয়েছে। কর্মসূচি সফলভাবে পালন করা না হলে জেলা কমিটির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়াও হতে পারে। একইভাবে তা সফল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ ীয় কমিটিকে।