ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়নে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে সকাল থেকেই বেশ উৎসবমুখর পরিবেশে ভোটের আমেজ দেখা গেলেও ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্র জানায়, রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন প্রার্থী মাঠে রয়েছেন। আর হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ৩০ জন। ১১টি ইউনিয়নে ৯৯ ওয়ার্ডের ভোটকেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে।

রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী কাজী মাকসুদুর রহমান জানান, ভোটের আগের দিন রাত থেকেই প্রার্থীদের হুমকি ধমকি দিচ্ছে কিছু প্রার্থীর লোকজন। অনেক ভোটার কেন্দ্রে আসতেও ভয় পাচ্ছে। সময় যত গড়াচ্ছে ভয়টাও ততই বাড়ছে।

হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম জানান, আগের রাত থেকেই একটি প্রার্থীর লোকজন লাঠিসোটা প্রস্তুত রেখেছে বলে খবর পেয়েছি। এর আগেও তারা আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। আমি অনেক শঙ্কায় আছি।

রাণীশংকৈল উপজেলার ৫টি ইউনিয়নে মোট ভোটার ৯৪১৩১ জন। এর মধ্যে পুরুষ ৪৮৬১৫ জন এবং নারী ভোটার ৪৫৫১৬ জন।

অন্যদিকে হরিপুর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার ২০৩০৯৮ জন। এর মধ্যে পুরুষ ১০৪৩৮৯ জন এবং নারী ভোটার ৯৮৭০৯ জন।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ৪ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে নাশকতা এড়াতে। সুষ্ঠু ভোটের পরিবেশের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।