ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে বালিপাড়া সড়কের রামপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ত্রিশাল থানার ওসি মাইনদ্দিন জানান, ট্রাকটি বালু নিয়ে ত্রিশাল উপজেলা থেকে ঢাকায় যাচ্ছিল। পথে বালিপাড়া সড়কের রামপুরা এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন তিনজন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।