রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক তরুণী নিহত হয়েছেন। শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
ওই তরুণীর নাম মুমতাহিনা পিয়া। বয়স ২০ বছর।
পিয়া এক স্বজনের মোটরসাইকেলের পেছনের সিটে বসা ছিলেন। চাকায় বোরকার প্রান্ত আটকে যাওয়ায় নেমে ঠিক করছিলেন। এ সময় বেপরোয়া গতির বাস তাকে চাপ দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ওসি মো. মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওই তরুণীর বাড়ি মুন্সীগঞ্জ সদরে। শনিবার তিনি ঢাকায় এসেছিলেন কেনাকাটা করতে। রাতে অনিক নামে এক স্বজনের সঙ্গে মোটরসাইকেলে মুন্সীগঞ্জে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।
পরিবারের আবেদনে পিয়ার লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে বলে জানান মাজহারুল ইসলাম।