মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে যাওয়া আমানত শাহ নামের রো রো ফেরি উদ্ধারে অংশ নিচ্ছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে ফেরি উদ্ধারের সিদ্ধান্ত হয়। উদ্ধার কাজে চুক্তি হয়েছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে। সব ঠিক থাকলে সোমবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে।
জেনুইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বদিউল আলম বলেন, কোম্পানির ২৫০ টন সক্ষমতার তিনটি ইউন্স উদ্ধার কাজে অংশ নিবে।
এদিকে উদ্ধার অভিযানের চতুর্থ দিন রাত সাড়ের ৭টার মধ্যে ফেরিতে থাকা সব যানবাহন উদ্ধার করা হয়। পঞ্চম দিনে উদ্ধার তৎপরতা বন্ধ থাকলেও আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ বন্ধ ঘোষণা করেনি কর্তৃপক্ষ।
এর আগে গত ২৭ অক্টোবর (বুধবার) সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ নামের রো রো ফেরিটি কাত হয়ে ডুবে যায়। এসময় যাত্রী ও যানবাহন চালকরা হুড়োহুড়ি করে নেমে আসেন। উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম, যানবাহন উদ্ধারে কাজ করছে।