মহান স্বাধীনতাযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ও সাবেক পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বীরউত্তম গুরুতর অসুস্থ। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
তীব্র শ্বাসকষ্ট হওয়ায় বুধবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে নেওয়া হয় আইসিইউতে।
এখন শ্বাসকষ্ট কমলেও তার অবস্থা খুব একটা ভালো না বলে জানিয়েছেন একে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার।
শুক্রবার সকালে তিনি গণমাধ্যমকে বলেন, একে খন্দকারের ফুসফুস ও কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসা চলছে। উনি খুবই অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই।
মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি একে খন্দকার দেশের বিমানবাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল। জিয়াউর রহমানের শাসনামলে তাকে রাষ্ট্রদূত করা হয়েছিল। পরে হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী করা হয় তাকে।
২০০৮ সালে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নৌকার টিকিট নিয়ে। পরে শেখ হাসিনার মন্ত্রিসভায় তাকে পরিকল্পনামন্ত্রী করা হয়।
মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে একে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার।