দেশের বিভিন্ন স্থানে মন্দির-পূজামণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে সড়কে অবস্থান নেন।
অবস্থান নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন জগন্নাথ হলসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে সড়কে এসে অবস্থান নেন।
সকাল সাড়ে ১০টার দিকে কয়েকশ’ প্রতিবাদী শিক্ষার্থী শাহবাগ মোড়ে রাস্তার ওপর বসে পড়েন।
এ সময় সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়। বন্ধ হয়ে পড়ে শাহবাগ থেকে পল্টন, গুলিস্তান, সায়েন্স ল্যাব, বাংলা মোটর ও টিএসসি অভিমুখী সড়কে যান চলাচল।
শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।