আফগানিস্তানের কান্দাহারে শুক্রবার জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বিবি ফাতিমা মসজিদে হামলার দায় স্বীকার করে শুক্রবার বিবৃতি দিয়েছে আফগান আইএস।
আইএসের মুখপাত্র আমাক নিউজ এজেন্সিতে জানায়, মসজিদের দুই জায়গায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, তাদের দুজন যোদ্ধা মসজিদের নিরাপত্তারক্ষীদের গুলি করে হত্যা করে। এরপর ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটনায়।
এদিকে কান্দাহারে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন মুসল্লি আহত হয়েছেন।
আগস্টের শেষে মার্কিন সৈন্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর এটাই সবচেয়ে বড় হামলার ঘটনা।
এর আগে গত শুক্রবার কুন্দুজের একটি শিয়া মসজিদে শুক্রবারের জুমার নামাজের সময় আত্মঘাতী হামলা চালানো হয়েছিল, যাতে অন্তত ৫০ জন মুসল্লি নিহত হন।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।