রাজধানীর নারিন্দায় স্ত্রীর (সায়রা সাজ্জাদ) সঙ্গে কলোহের জেরে শেখ নূরুদ্দীন জিসান (২৭) নামের এক যুবক গতকাল (বৃহস্পতিবার) আনুমানিক রাত ১১টায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্ত্রী এবং তার শাশুড়ির মানুষিক অত্যাচারে এবং পাওনা টাকা ফেরত চাওয়ায় মেরে বাসা থেকে বের করে দেয় গতকাল (বৃহস্পতিবার), অনেক দিন যাবত সংসারে স্ত্রীর সঙ্গে নানান সমস্যা নিয়ে ঝগড়া হত।স্ত্রী সায়রা এবং তার পরিবার জিসানকে বিভিন্ন সময় টাকা চেয়ে চাপ দিত।
জিসানের পরিবার থেকে বলা, জিসান আত্মহত্যার আগে একটি চিঠি লিখে রেখে যায়,এ সময় সায়রা (জিসানের স্ত্রী) জিসানের লিখা চিঠিটি নিয়ে ছিঁড়ে ফেলে।এ ব্যাপারে ওয়ারি থানায় জিসানের পরিবার থেকে স্ত্রী সায়রা এবং তার পরিবারের নামে আত্মহত্যা প্ররোচনা মামলা করতে গেলে থানা থেকে সাধারণ মামলা দায়ের করে ঘটনাটি কেউ আমলে নেয়নি।
এ ব্যাপারে জিসানের পরিবার থেকে থানায় কথা বলতে গেলে কেউ কোনো কথা বলেনি।