ঝুঁকিপূর্ণ মানুষ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণ টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যারা সবসময় বাইরে থাকেন, বিদেশ যাবেন অগ্রাধিকার ভিত্তিতে এমন মানুষগুলোর তালিকা তৈরি করে ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি মানুষ বিশ্বাস করেন প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে কাজ করেন। তারই একান্ত প্রচেষ্টায় মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। কীভাবে একটি মহামারি সহজে মোকাবিলা করা যায় সেটি তিনি বিশ্বকে দেখিয়েছেন।
এ সময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনছুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।