সাভারের আশুলিয়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে ডুবে ভোলা দাশ (৩৬) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় প্রাইভেটকারে থাকা অন্য দুই যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠে প্রাণে বেঁচে যান বলে জানা গেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকার তুরাগ নদে এ ঘটনা ঘটে।

নিহত ভোলা দাশ আশুলিয়ার জিরাবোর তৈয়বপুর এলাকার মৃত তিলা দাশের ছেলে।

পুলিশ জানায়, রাজধানীর উত্তরা থেকে একটি প্রাইভেটকারে ভোলা দাশসহ দুজন নিজ বাড়ি তৈয়বপুরে যাচ্ছিলেন। তারা আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি তুরাগ নদে পড়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে চালকসহ দুজন বের হতে পারলেও আটকা পড়েন ভোলা দাশ।

পরে আশুলিয়া থানা পুলিশ এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই আউয়াল হোসেন বলেন, ঘটনার পর পুলিশ পাথচারীদের সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর ভোলা দাশের লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।