দেশের আলোচিত-সমালোচিত ই-কমার্স সাইট ইভ্যালির সঙ্গে কাজের সম্পর্ক নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান।
গত ১০ মার্চ ‘ফেস অব ইভ্যালি’ (শুভেচ্ছা দূত) হিসাবে প্রতিষ্ঠানটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হয়েছিল।
১৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির সিইও রাসেল ও চেয়ারম্যান নাসরীনের বিরুদ্ধে মামলার পর তারা গ্রেফতার হলে তাহসান গতকাল এক বিবৃতিতে নিজের অবস্থান জানিয়েছেন।
তিনি জানান, প্রতিষ্ঠানটির পণ্য ডেলিভারি নিয়ে নানা ধরনের বিতর্কের কারণে মে মাসের মাঝামাঝি সময়ে চুক্তি বাতিল করেন। চুক্তির সময় পারিশ্রমিকের কিছু টাকা পেয়েছিলেন, এর বাইরে তিনি কিছু পাননি।
তবে চুক্তি বাতিলের নন-ডিসক্লোজার শর্ত অনুযায়ী এ নিয়ে আপাতত কিছু বলবেন না বলে জানিয়েছেন এ গায়ক।
তবে এটা নিশ্চিত করেছেন ইভ্যালিতে তিনি আর নেই।