ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাকে মারধর করায় বাবাকে হত্যা করলেন ছেলে।
বুধবার রাতে উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বাবার নাম আলী হোসেন। তিনি উপজেলার মোক্ষপুর ইউনিয়নে ভূঁইয়াবাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামে আলী হোসেন নিয়মিত বাহির থেকে ফিরে তার স্ত্রীর সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া করে মারধর করতেন। বুধবার রাতে বাহির থেকে ফিরে তিনি তার স্ত্রীকে মারধর করে আহত করেন।
এ ঘটনায় ছেলে আরিফ হোসেন (১৯) তার মার ওপর নির্যাতন সহ্য করতে না পেরে ক্ষিপ্ত হয়ে বাবা আলী হোসেনকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।
ত্রিশাল থানার অফিসার মো. মাইন উদ্দিন জানান, মায়ের ওপর নির্যাতন সহ্য করতে না পেরে ছেলে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। আসামি আরিফ হোসেন পলাতক রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।