রাজধানী লালবাগ কেল্লার মোড় বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সামিয়াল (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর নানা জাকির হোসেন জানান, রাতে লালবাগ কেল্লার মোড় বাজার এলাকায় একটি ট্রাক সামিয়ালকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সামিয়াল মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আরমানের সন্তান। বর্তমানে তারা লালবাগ কেল্লার মোড় এলাকায় সপরিবারে থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।