বার্সেলোনায় ছিল এমএসএন-মেসি, সুয়ারেজ, নেইমার। পিএসজিতে হবে এমএমএন-মেসি, এমবাপ্পে, নেইমার। কী দারুণ আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে প্যারিসের জায়ান্টরা। বন্ধু নেইমারের সঙ্গে আবার জুটি বাঁধবেন মেসি। ফ্রান্সের রাজধানীতে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে পিএসজি সমর্থকদের মাঝে। এমন ত্রিফলা আক্রমণভাগ দেখতে তাদের আর তর সইছে না। মেসি, সুয়ারেজ ও নেইমার একসঙ্গে তিন মৌসুম খেলেছেন বার্সেলোনায়। ২০১৪ সালে লিভারপুল থেকে সুয়ারেজ বার্সায় আসার পর এবং ২০১৭-তে নেইমার পিএসজিতে পাড়ি জমানো পর্যন্ত ‘এমএসএন’ এর রাজত্ব ছিল বার্সেলোনায়। সে সময়ে এই তিনজন মিলে ৩৬৪ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৭৩টি। এই ত্রয়ী বার্সাকে দুটি লা লিগা খেতাব, তিনটি কোপা দেল রে এবং একটি করে সুপারকোপা, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতিয়েছেন। বালা হচ্ছে, মেসি, এমবাপ্পে ও নেইমারকে নিয়ে গড়া আক্রমণভাগ অপ্রতিরোধ্য হবে। এতে সুয়ারেজের প্রতি অবিচার করা হয়। ২২ বছরের এমবাপ্পে ভবিষ্যৎ-ফুটবলের পোস্টার বয়। ৩৪-এর মেসি এখনো এই গ্রহের সেরা খেলোয়াড়। ফরাসি লিগে তিনি কতটা প্রভাব বিস্তার করতে পারেন সেটিই এখন দেখার। মেসি আসায় সবচেয়ে খুশি হয়েছেন নেইমার। ২০২০-২১ মৌসুমে মাত্র ১৭ গোল করেন নেইমার। এখন মেসির সহায়তায় নিজের গোলের সংখ্যা বাড়াতে পারবেন, এই আশায় চাঙ্গা ব্রাজিলীয় ফরোয়ার্ড।

২০১৭ আগস্টের পর কার কটা গোল

লিওনেল মেসি-১৩৮ ম্যাচে ১২৫ গোল

কিলিয়ান এমবাপ্পে-১০৯ ম্যাচে ৯১ গোল

নেইমার-৭০ ম্যাচে ৫৬ গোল