গণটিকা কার্যক্রমের ৫ম দিন বুধবার পুরান ঢাকায় কেন্দ্রগুলোতে টিকার জন্য হাহাকার পড়েছে। টিকা না পেয়ে লোকজন কেন্দ্রগুলোতে হট্টগোল বাঁধিয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ২ প্রবাসী শ্রমিক গ্রুপ টিকা নিতে এসে হট্টগোল বাধিয়ে দেয়। এক পর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালের উপ পরিচালক ডাঃ. মো. আলী হাবীব সেখানে উপস্থিত হলে ওই শ্রমিকরা তার সঙ্গে বাধানুবাদে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি শান্ত হয়। তবে কোথাও স্বাস্থ্যবিধির বালাই ছিল না। পুরান ঢাকার লালবাগ, বংশাল, সূত্রপুর, কামরাঙ্গীরচর ও মিটফোর্ড হাসপাতাল ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
ডা. মোহাম্মদ আলী হাবিব যুগান্তরকে বলেন, আমেরিকান মডার্নার টিকা নতুন করে কাউকে দেওয়া হবে না-এমন একটি চিঠি ইস্যু করে স্বাস্থ্য অধিদপ্তর। ওই খবরে টিকা গ্রহণের ম্যাসেজ না পেয়েও প্রচুর লোকজন সকাল থেকে ভিড় জমায়। ম্যাসেজপ্রাপ্ত লোকজনের সঙ্গে তাদের বাধানুবাদ হলে আমরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে ম্যাসেজ প্রাপ্তদেরই টিকা প্রদান করা হয় বলে জানান তিনি।
এদিকে নগরীর প্রতিটি ওয়ার্ডে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্বাবধানে প্রতিদিন সাড়ে তিনশ ডোজ টিকা দেওয়া হচ্ছে। ওই টিকা কাউন্সিলরদের টোকেন প্রাপ্তদেরকে দেওয়া হচ্ছে। এতে কাউন্সিলরদের নিজস্ব লোকজনকে টোকেন দেওয়ার অভিযোগ উঠেছে। ভিন্নমত কিংবা কাউন্সিলর বিরোধী লোকজন টোকেনের জন্য গেলে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ডের বাগদা শাহ লেনের বাপ্পী নামে একজন অভিযোগ করে বলেন, কাউন্সিলরের কার্যলয়ে টোকেন আনতে গেলে তাকে ভোট না দেওয়ার অজুহাতে তাড়িয়ে দেওয়া হয়। তাছাড়া তার বিরোধীদের অনেককে টিকা প্রদানের সময় তার সঙ্গে ছবি তুলে ফেজবুকে পোষ্ট দেওয়ার শর্তে টোকেন দিচ্ছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে ডিএসসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আ. মান্নান বলেন, প্রতিটি লেনে দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছে। তারাই টোকেন দিচ্ছে।
নগরীর বিভিন্ন ওয়ার্ডগুলোতে স্থাপিত টিকা কেন্দ্রগুলোতে দেখা গেছে, সকাল থেকে নানা বয়সী লোকজন টিকার জন্য লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু টিকা স্বল্পতায় তারা টিকা না নিয়ে ফিরে যাচ্ছেন। এমন অবস্থায় মানুষের মাঝে টিকার জন্য এক ধরনের হাহাকার তৈরি হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিস) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ যুগান্তরকে বলেন, পর্যায়ক্রমে সবাইকেই টিকা দেওয়া হবে। কাউকে হতাশ না হওয়ার অনুরোধ করেন তিনি।