পৃথিবীজুড়ে কোটি কোটি মানুষ অপেক্ষায় ছিল, বিদায়ী বার্তা কী বলেন মেসি? প্রিয় ক্লাব ছেড়ে যাওয়ার আগে আবেগে কেমন আপ্লুত হন তিনি! কথা বলতে পারবেন তো!

ঠিক তেমনটাই ঘটল। প্রেস কনফারেন্স রুমে ঢুকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আর আবেগ নিয়ন্ত্রণ করতে পারলেন না মেসি। অঝোরে কাঁদতে শুরু করলেন। কথাই বলতে পারলেন না অনেকক্ষণ। এতোই কাঁদলেন যে স্বামীর আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করতে এগিয়ে আসলেন স্ত্রী আন্তেনেল্লো রোকুজ্জো। টিস্যু এগিয়ে দিলেন চোখ-নাক মুছতে।

অনেকক্ষণ পর কথা বলতে পারলেন মেসি। আর্জেন্টাইন তারকা বললেন, ‘বার্সা ছেড়ে চলে যাওয়া আমার জন্য অনেক কঠিন’।

মেসির এই কান্নায় সংবাদ সম্মেলনটি আবেগের এক চাদরে ঢেকে গেল। সাংবাদিকদের চোখেও জল এসে গেছে অজান্তেই।

রোববার বার্সেলোনার নু ক্যাম্পে মেসির এই বিদায়ী সংবাদ সম্মেলনে এভাবেই ২১ বছরের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গেল।

পরে সংবাদ সম্মেলনে এসে বক্তব্য দেন বার্সেলোনা ক্লাবটির প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। মেসিকে না রাখতে পারার ব্যাখ্যায় লাপোর্তা বলেন, একেবারে আর্থিক কারণেই মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি বার্সেলোনা। এছাড়া আর কোনো কারণ নেই। মেসিকে ২৫ মিলিয়ন ইউরো বেতন প্রস্তাব দেওয়ার জন্য বার্সার কমাতে হতো ১০০ মিলিয়ন ইউরোর বেতন! মেসিকে নতুন চুক্তি দিতে হলে বেতন কমাতে হতো অন্য খেলোয়াড়দের। এটা সহজ নয় কারণ তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা আছে!

প্রসঙ্গত ২০০৪ সাল থেকে ২০২১ এই সময়ে বার্সার হয়ে খেলে মেসি করেছেন ৭০৯ গোল। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। বার্সার হয়ে মেসি জিতেছেন ১১ লা লিগা, ৮ স্প্যানিশ সুপার কাপ, ৬ কোপা দেলরে ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ। ছয় বার ব্যালন ডি’অর অর্জন করেছেন।