করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ছে লকডাউন।

মঙ্গলবার (৩ আগস্ট) করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও ভার্চুয়ালি মন্ত্রী-প্রতিমন্ত্রীরা যুক্ত ছিলেন।

করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত লকডাউন জারি করে সরকার।

সংক্রমণ কমতে না থাকায় লকডাউন আরও ১০ দিন বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর। এরই প্রেক্ষিতে লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।