করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছে সরকার। ৫ আগস্টের পর লকডাউন আরও বাড়বে। তবে কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আসবে পারে।

শনিবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

লকডাউন বাড়ানো হলে কি কি ক্ষেত্রে শিথিলতা আনা যায়, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে। আগামী ৩ অথবা ৪ আগস্টের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এর আগে ঈদুল আযহা উপলক্ষ্যে আটদিন লকডাউন শিথিল রেখেছিল সরকার। এরপরই দেশে কঠোর লকডাউন আরোপ করে সরকার।

সরকার ঘোষিত এই কঠোর বিধিনিষিধে সব ধরণের গণপরিবহনের পাশাপাশি বন্ধ রয়েছে সরকারি-বেসরকারি অফিস। তবে আগামীকাল (১ আগস্ট) থেকে রফতানিমুখী শিল্পকারখানা খোলার ঘোষণা দিয়েছে সরকার।

এদিকে দেশের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সংক্রমণ এভাবে বাড়তে থাকলে পরিস্থিতি খুবই খারাপ হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ কারণে লকডাউন আরও দশদিন বাড়ানোর সুপারিশ করেছে তারা।