সরকার আগস্ট থেকে প্রতি সপ্তাহে ১ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
শনিবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপান থেকে আসা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুনিয়ার কোথাও শুনেছেন যে এক সপ্তাহে এক কোটির বেশি মানুষকে টিকা দেওয়া হবে? এটা কিন্তু মুখের কথা নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতর মিলে প্রতি সপ্তাহে এক কোটি টিকা দেবে।
তিনি বলেন, আমাদের টিকার অভাব আর নেই। সরবরাহ ঠিক আছে। সপ্তাহে এক কোটি করে দিলে দুই মাসে অর্ধেক জনগোষ্ঠীর টিকা দেওয়া হয়ে যাচ্ছে। এই যে কর্মদক্ষতা, তার জন্য আমাদের সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসা করা উচিত। তারা অত্যন্ত চমৎকার কাজ করছে।
এ কে আব্দুল মোমেন বলেন, পৃথিবীর খুব কম দেশেই এরকম অবস্থা আছে। আমাদের দেশে অনেকই অনেক নেতিবাচক কথা বলে কিন্তু কর্মদক্ষতা যে কত উপরে ওঠেছে সেটা দেখে না।
এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতোসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।