করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ায় আজ ষষ্ঠ দিনে রাজধানীতে ৫৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, লকডাউনের ষষ্ঠ দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপ্রয়োজনে বের হওয়ায় ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। এ সময় অকারণে বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে সড়কে গাড়ি নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৮৯ টি যানবাহনকে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।

এর আগে গতকাল বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেফতার হয় ৫৫৫ জন ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে।